সোয়াইন ফ্লুর থাবা সুপ্রিম কোর্টের ৬ বিচারপতিকে
কলকাতা টাইমসঃ
সোয়াইন ফ্লু ভাইরাস এবার থাবা বসলো সুপ্রিম কোর্টে। ভারতের শীর্ষ আদালতের ৬ জন বিচারপতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। আজ মঙ্গলবার শীর্ষ আদালতের ২ নম্বর এজলাসে বিচারপতি সঞ্জীব খান্নাকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে।
শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয়পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন প্রধান বিচারপতিকে। ঠিক হয়েছে সুপ্রিম কোর্টের তত্বাবধানে টীকা দেওয়া হবে সমস্ত আইনজীবীদের। প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে বৈঠকে করেছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রধান দুষ্মন্ত দাভের সঙ্গে।