November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বিভীষিকার গুহায় ৬ হাজার বছর ধরে শিশু!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

সরায়েলি প্রত্নতাত্ত্বিকরা ছয় হাজার বছর আগের একটি শিশুর মমি করা কঙ্কাল উদ্ধার করেছেন। এছাড়া বাইবেলের বাণীসহ কয়েক ডজন ‘মৃত সাগর পাণ্ডুলিপির’ খোঁজ পেয়েছেন তারা। এক হাজার ৯০০ বছর আগে রোমের বিরুদ্ধে ইহুদিদের বিদ্রোহের সময় এসব পাণ্ডুলিপি গুহায় লুকিয়ে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। একটি মরুভূমিতে গুহায় এসব পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা।

পাঁচ শতাধিকের বেশি গুহায় অনুসন্ধান চালিয়ে নব্যপ্রস্তুরযুগীয় হাতে বোনা ঝুড়ি পাওয়া গেছে, যা অন্তত দেড় হাজার বছর আগের হবে বলে মনে করা হচ্ছে।

অধিকৃত পশ্চিমতীর ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইয়াহুদি মরুভূমিতে খননকালে এসব শিল্পকর্ম পাওয়া গেছে।অঞ্চলটি ‘বিভীষিকার গুহা’ নামে পরিচিত। ভেতরে মানুষের বহু কঙ্কাল পাওয়ার কারণে এটির নাম দেওয়া হয়েছে বিভীষিকার গুহা। এর চারপাশের অঞ্চলও ব্যাপক বিপজ্জনক।

Related Posts

Leave a Reply