January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

গরমে বিদ্যুৎ খরচ কমাতে চান, জেনে নিন ৬ টিপস

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রম আসছে, অনবরত ফ্যান ঘুরবে, চলবে এসি।  লাফিয়ে লাফিয়ে বাড়বে ইলেকট্রিক বিল।  সংসার খরচের বাজেট ঠিক রাখা যাবে না। তাই আগেভাগেই জেনে নিন কী করে নিয়ন্ত্রণ করবেন আপনার বাড়ির বিদ্যুৎ বিল।

প্রতিদিনের ব্যবহারের সবকিছুই প্রায় ইলেকট্রিক-নির্ভর।  তাই এখানে রইল ৬টি পদ্ধতি, যা মানলে অনেকটাই কমানো যাবে বিদ্যুৎ খরচ।

১।  অপ্রয়োজনে আলো জ্বালাবেন না, ফ্যান চালাবেন না।  কাজ মিটিয়ে ঘর থেকে বার হওয়ার সময় অবশ্যই আলো, ফ্যানের সুইচ অফ করুন।  বিশেষ করে টয়লেটের আলো অনেক সময়ে প্রয়োজন ছাড়াই জ্বলতে থাকে।  খেয়াল রাখুন।  ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা রাখবেন না।

২।  টিভি হোক বা সাউন্ড সিস্টেম, কম্পিউটার, কোনোকিছুই কাজ হওয়ার পরে খুলে রাখবেন না।  অন্যান্য ইলেকট্রিক গ্যাজটসেরও পাওয়ার অফ করুন কাজ মিটলেই। বারবার খোলা বন্ধ করতে কিছুটা সময় বেশি খরচ হতে পারে কিন্তু তাতে পয়সা খরচ অনেকটাই কমে।

৩।  আপনার এসি মেশিন গরম পড়ার আগেই একবার সার্ভিস করিয়ে নিন। প্রয়োজনীয় মেরামতিও করিয়ে নিন।  ছোটোখাট সমস্যার কারণে বিদ্যুৎ খরচ বেশি হয়।  এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন।  এখানে জমে থাকা ধুলো ঘর ঠাণ্ডা করতে বেশি সময় নেয়। তাতে বিদ্যুৎ খরচ বাড়ে।

৪।  যে ঘরে এসি আছে, সেখানে বেশি জিনিসপত্র না থাকাই বাঞ্ছনীয়।  ঘরটি পুরোপুরি এয়ার টাইট হচ্ছে কিনা নজর রাখুন।  এসি চালানোর আগে দরজা জানালা বন্ধ করে ঘরকে কিছুটা শীতল করে নিন।  এসি চালানোর পরে দরজা, জানালা বারবার খুলবেন না।  টানা এসি না চালিয়ে ঘর ঠাণ্ডা হওয়ার পরে ফ্যান চালিয়ে দিন।

৫।  দুপুরের দিকে না হলেও বিকেলে বা সকালের দিকে বাইরের হাওয়া ঘরে ঢুকতে দিন। বাড়ির যে দিকের দেয়ালে বেশি রোদ লাগে, সেই দিকের ঘরে এসি লাগাবেন না।  যেহেতু ফ্যান বেশি চালাতে হচ্ছে সেহেতু আলোয় খরচ কমান।  যতটা সম্ভব কম আলো জ্বালান।

৬।  সাধারণ আলো নয়, ব্যাবহার করুন সিএফএল বা এলইডি আলো। এতে কম বিদ্যুৎ খরচ হয়।  প্রায় ৭৫ শতাংশ বিদ্যুৎ খরচ কমবে।  বাড়ির ফ্যান বেশি পুরনো হলে বদলে ফেলুন।  এখনই কিছুটা খরচ হলেও মাসে মাসে খরচ কমবে।

Related Posts

Leave a Reply