সিরিয়া পুনরুদ্ধারে সাহায্য করেছে ৬৩ হাজার রাশিয়ান সেনা !
কলকাতা টাইমসঃ
২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত সিরিয়াতে ৬৩ হাজার রুশ সৈন্য যুদ্ধ করেছে বলে জানিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক। এর মধ্যে গতবছরের শেষ দিকে অন্তত ৪৮ হাজার সেনা সিরিয়াতে মোতায়েন করা হয় বলে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, সিরিয়াতে সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বিমান বাহিনী সন্ত্রাসীদের অন্তত এক লাখ ২১ হাজার ৪৬৬টি আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় ৮৬ হাজারের বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে, কতজন রুশ সেনা নিহত হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এদিকে, ব্রিটেনের এক পর্যবেক্ষণ সংস্থা দা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রুশ বাহিনীর হামলায় এই পর্যন্ত অন্তত ৮হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে।