January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা বিনোদন

আইপিএল বেটিংয়ে জড়িত আরও ৭ বলিউড অভিনেতা !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

শুধু আরবাজ খান নন, আইপিএল বেটিংয়ে জড়িত রয়েছেন আরও সাত বলিউড অভিনেতা। পুলিশের জেরার মুখে এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এলো আরবাজ খানের কাছ থেকে।

এই ঘটনায় আরও ৭ বলিউড অভিনেতা জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। সোনু বেটিং সিন্ডিকেটে প্রায় ১২০০ গ্রাহক রয়েছে। এর মধ্যে জুনিয়র কলকাতা কোড নামে সোনুর এক সহযোগী রয়েছে। সে অধিকাংশ কর্মকাণ্ড দেখা শোনা করত। আরবাজ ধরা পড়ার পরেই ভারত ছেড়ে পালিয়েছে সে। জেরায় আরবাজ খান পুলিশকে জানিয়েছে,  বেটিংয়ে টাকা দেওয়ার জন্য বুকি সোনু জ্বালান তাকে ব্ল্যাকমেল করত। সোনু জ্বালানের চাপেই এক প্রকার বেটিং খেলতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন আরবাজ। উল্লেখ্য, আইপিএল বেটিং কাণ্ডের কিংপিন এই সোনু জ্বালান।

গতকাল ৫ ঘণ্টা ধরে জেরা করা হয় আরবাজ খানকে। তখনই পুলিশকে আরবাজ জানিয়েছেন, আইপিএল’র বেটিংয়ে যখনই তিনি হেরে যেতেন সোনু জ্বালান তাকে ব্ল্যাকমেল করত। তার জন্যই একাধিক অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে বাধ্য করা হত। প্রায় ৮ বছর আগে সোনু এবং আরবাজের পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। প্রথম থেকেই সোনুর সঙ্গে বেটিং করতেন আরবাজ।

Related Posts

Leave a Reply