January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

৭ মাসের প্রেগনেন্ট সানিয়া মির্জা ব়্যাকেট হাতে নেমে পড়লেন কোর্টে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সাত মাসের অন্তঃসত্ত্বা ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন সানিয়া মির্জা। দীর্ঘদিন কোর্ট থেকে দূরে ছিলেন৷ কিন্তু আর থাকতে পারলে না৷ কোর্ট ও ব়্যাকেটের হাতছানি উপেক্ষা করতে পারলেন না ভারতীয় এই টেনিস সুন্দরী৷ অক্টোবরে মা হতে চলা সানিয়াকে দেখা গেল টেনিস ব়্যাকেট হাতে কোর্টে৷ বোন আনম মির্জার সঙ্গে রীতিমত টেনিস খেললেন তিনি৷ সাত মাসের অন্তঃসত্ত্বা বেশিরভাগ মহিলা যখন বিশ্রামে থাকেন, তখন ভারতীয় টেনিস সুন্দরী ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন৷

২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় সানিয়া মির্জার৷ আট বছর পর মা হতে চলেছেন তিনি৷ হাঁটুর চোটের কারণে গত বছর থেকে কোর্ট থেকে সরে দাঁড়িয়েছেন সানিয়া৷ অন্তঃসত্ত্বা হওয়ার পর অবশ্য পুরোপুরি বিশ্রাম নেন তিনি৷ অন্তঃসত্ত্বার বিভিন্ন ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি৷ ব়্যাকেট হাতে কোর্টে বল মারার ভিডিও পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘টোল্ড ইউ…ক্যান নট কিপ মি অ্যাওয়ে..আই নিড সাম উইল টু মুভ থ্রু৷’

Related Posts

Leave a Reply