৭ মাস হাসপাতাল যাপন: দক্ষিনা ১৫ কোটি !
কলকাতা টাইমসঃ
কোমা, আইসিইউ এবং অস্ত্রোপচার। এই সমস্ত কিছু নিয়েই দীর্ঘ ৭ মাস হাসপাতাল যাপন করতে হয় এক ছাত্রকে। সুস্থ্য হয়ে বাড়ি ফেরার পর বিল দেখে আবার হাসপাতালে ভর্তি হওয়ার জোগাড়। জানা যাচ্ছে, প্রায় ১৫ কোটি টাকা দাবি করে তার কাছে চিঠি পাঠায় হাসপাতাল কতৃপক্ষ। ছাত্রটির নাম নাম অ্যালেক্সিক হার্নান্ডেজ। ২০১৯ সালে তিনি পুয়ের্তো রিকো থেকে মেক্সিকো পাড়ি দেন মেডিসিন নিয়ে উচ্চতর চিকিৎসার জন্য। অ্যালেক্সিস মেক্সিকোর গুয়াডালাজারায় কলেজের কাছে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। একদিন বাথরুমে স্নান করার সময় গিজার ব্লাস্ট করে মারাত্মক ভাবে জখম হন তিনি।
৭০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় টেক্সাসের একটি সেনা হাসপাতালে। ২০ দিন কোমায় আচ্ছন্ন ছিলেন অ্যালেক্সিস। পরবর্তী ২ মাস কাটে আইসিইউ-তে। প্রায় ১৯টি জটিল অস্ত্রোপচার করতে হয় তার। বাড়ি পৌঁছনোর কয়েক দিনের মধ্যেই তার বাড়িতে পৌঁছয় হাসপাতালের বিল। তাতে চিকিৎসার খরচ বাবদ হাসপাতাল কতৃপক্ষ অ্যালেক্সিসের কাছে ২০ লক্ষ ডলার দাবি করে।