জাপানের পাতাল রেলে গ্যাস হামলার ঘটনায় এক ধর্মীয় গুরু সহ ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আজ

কলকাতা টাইমসঃ
১৯৯৫ সালে জাপানের পাতাল রেলে সারিন গ্যাস হামলার ঘটনা ঘটে। সেই হামলায় ‘ওম শিনরিকিও’ নামে একটি ধর্মীয় গোষ্ঠীর যুক্ত থাকার প্রমান পাওয়া যায়। এই বছরের জানুয়ারিতে এই মামলার যাবতীয় বিচার কার্য শেষ হয়। সেই মামলায় ওই ধর্মীয় গোষ্ঠীর নেতা সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা। আজ শুক্রবার সকালে টোকিওর একটি কারাগারে ‘ওম শিনরিকিও’ নেতা শোকো আসাহারা ও তার ছয় অনুসারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
টোকিওর পাতাল রেলে চালানো ওই হামলাটি জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। সেই হামলায় ১৩ জন নিহত এবং হাজারের বেশি মানুষ আহত হয়েছিল। একই গোষ্ঠীর পৃথক একটি হামলার ঘটনা ঘটেছিল ১৯৯৪ সালে। সেই হামলায় ৬ জন নিহত এবং ছয়শতাধিক মানুষ আহত হয়েছিল। জাপানের বিচার মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতি মৃত্যুদণ্ড কার্যকর করার কথা নিশ্চিত করা হয়েছে।