February 23, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

জানতে চান ৭০০ বছর আগের মানুষ কেমন নতুন চেহারা পেল

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
৭০০ বছর আগে মৃত মানুষের কঙ্কাল থেকে তার আসল চেহারা বের করেছেন বিজ্ঞানীরা। ক্যাম্ব্রিজ সায়েন্স ফেস্টিভ্যালে বিজ্ঞানীরা তার চেহারা প্রকাশ করেন। ১৩ শতকের মধ্যবয়সী এই মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন বলে ধারণা বিজ্ঞানীদের । সেইন্ট জনস কলেজের ওল্ড ডিভিনিটি স্কুলের তলায় মধ্যযুগের কবরস্থান পাওয়া যায়। সেখানে প্রায় ৪০০ জনের শব ছিলো। তার মধ্যে একটি শব ছিলো মুখ নিচু করা। বিজ্ঞানীরা এই শবদেহের নাম দেন কনটেক্সট ৯৫৮। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে এই খনন কাজ চলে।
ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ও ডান্ডি বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ও হিউম্যান কনস্ট্রাকশন বিভাগের যৌথ উদ্যোগে প্রকল্প ‘আফটার দ্য প্লেগ’ এর অধীনে মুখাবয়ব তৈরির এ কাজ করেন।

ক্যাম্ব্রিজ প্রফেসর জন রব জানান, এ গবেষণা করে আমরা জানতে পারবো ৭০০ বছর আগে ইংল্যান্ডের অধিবাসীরা কতটা দারিদ্র্যের মধ্যে বাস করতো।

চ্যারিটি হাসপাতালে তার অস্তিত্ব প্রমাণ করে যে মৃত্যুর আগে তার যত্ন নেওয়ার কেউ ছিলো না। তার দাঁতে মাংস ও মাছের অবশিষ্টাংশ প্রমাণ করে খাবার নিয়ে সে কোনও অভাবের মধ্যে ছিলো না।

Related Posts

Leave a Reply