২০১৭ সালে শুধুমাত্র মাত্রাছাড়া ওষুধ ব্যবহারের ফলে ৭২,০০০ মানুষ মারা গেছে আমেরিকায়!
কলকাতা টাইমসঃ
আমেরিকায় ২০১৭ সালে মাত্রাতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে ৭২ হাজার মার্কিনির মৃত্যু হয়েছে! মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) প্রাথমিক তথ্যে এই চিত্রই উঠে এসেছে। সিডিসির প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে শুধুমাত্র ওষুধ গ্রহণের ফলে মৃত্যুর হার ১০ শতাংশ বেড়েছে। আর এই সংখ্যাটা সেদেশের সড়ক দুর্ঘটনা বা অন্য কারণে নিহত ব্যক্তির সংখ্যার তুলনায় অনেক বেশি।
বিশ্লেষকেরা বলছেন, মৃতের সংখ্যা বৃদ্ধির বড় দুটি কারণ রয়েছে। প্রথমত, ব্যথানাশক হিসেবে অতিরিক্ত অপিয়য়েড ব্যবহার। তথ্য বলছে ৪২,০০০ মানুষের মৃত্যু হয়েছে অপিয়য়েড জাতীয় পেইনকিলারের মাত্রাছাড়া ব্যবহারে। আর দ্বিতীয়ত, ডাক্তার না দেখিয়েই বিভিন্য ক্ষতিকর ওষুধ গ্রহণের দিকে ক্রমেই আগ্রহী হয়ে উঠছে আমেরিকান নাগরিকরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডান চিকারোনে বলেন, ‘জিকা ভাইরাসের মহামারি আকার ধারণ করার পর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই তুলনায় ড্রাগস মহামারি প্রতিরোধে পদক্ষেপ খুব ক্ষীণ।’