একে-৪৭ এর প্রশিক্ষণ নিচ্ছেন ৭৯ বছরের বৃদ্ধা !
কলকাতা টাইমসঃ
রাশিয়ার আগ্রাসন যেকোনও সময় আঘাত হানতে পারে ইউক্রেনের মাটিতে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধাকে। বয়স তার ৭৯ বছর। হাতে রাইফেল। ঠিক করে নিচ্ছেন নিশানা।
রাশিয়া-ইউক্রেনের বিবাদ নতুন নয়। এই বিবাদের জল যে কোনওদিন যে যুদ্ধে গড়াতে পারে, সে বিষয়ে আগাগোড়া সতর্ক ইউক্রেন। তাই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল দেশের নাগরিকদের। এমনকি ছোটদের এবং প্রবীণদেরও প্রাথমিক কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। প্রবীণাদের নিয়ে তাই তৈরি করা হয়েছে ‘বাবুশকা ব্যাটালিয়ন’।
‘বাবুশকা’ শব্দের অর্থই প্রবীণা বা বৃদ্ধা। তাদের আস্ত একটা বাহিনীই আছে, যারা রাইফেল চালানো থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিতে তৈরি। আরও নানা কঠিন কাজ করতেও তারা সক্ষম যা যুদ্ধের সময় সাহায্য করতে পারে সেনাদের।