মোবাইল ব্যবহার করলেই ৮দিন রাস্তার ঝাড়ুদার !

কলকাতা টাইমস :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল দেশ গড়ার কথা বলছেন। অথচ সে দেশেরই নানান প্রান্তে নানান নিয়ম। এর আগে গ্রাম্য মাতবররা ফতোয়া জারি করেছিলেন, বিয়ের আগে মোবাইল ব্যবহার করতে পারবে না মেয়েরা। না মানলে কঠিন শাস্তি। এবার আরেক ফতোয়া জারি করলেন তারা।
দিন দুয়েক আগে খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের এক গ্রামে অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার উত্তরপ্রদেশের আলীগড়ের বাসৌলি গ্রামেও একই রকম ফতোয়া জারি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েতের ফতোয়া অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারবে না। যদি কেউ মোবাইল ব্যবহার করে ধরা পড়ে তবে সেই মেয়ে এবং তার পরিবারকে ৮দিন গ্রামের রাস্তা ঝাট দিতে হবে।
শুধুমাত্র মেয়েদের মোবাইল ব্যবহার করাই নয়, মদ বিক্রি এবং মদ পান নিয়েও একই ধরনের ফতোয়া জারি করা হয়েছে। ধরা পড়লেই কঠিন শাস্তি। অপরাধীকে ঝাট দিতে হবে গ্রামের রাস্তাঘাট।
আলীগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় চৌহানের দাবি, এভাবে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। কোনো সংগঠন বা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।