থাই গুহা থেকে ২ দিনে উদ্ধার করা হলো ৮ কিশোর ফুটবলারকে
কলকাতা টাইমসঃ
থাইল্যান্ডের গুহার ভেতর থেকে আরো চার জনকে উদ্ধার করা হয়েছে। এই নিয়ে দুই দিনের ব্যবধানে মোট আটজন কিশোরকে গুহার ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হলো।
জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে থাইল্যান্ডের গুহায় আটক ছিলেন ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। তাদেরকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয় রবিবার। প্রথম দিনের অভিযানে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর সোমবার আবারও অভিযান চালিয়ে আরো চারজনকে উদ্ধার করা হয়। গুহার ভেতরে এখনো চারজন ক্ষুদে ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ রয়েছেন।
গত রবিবার উদ্ধার করা চার শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার আরো চারজনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন উদ্ধারকারীরা। বর্তমানে তারা শঙ্কামুক্ত। গুহার ভেতরে থাকা আরো চার ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে আজ উদ্ধারের পরিকল্পনা করছেন উদ্ধারকারীরা।
কর্তৃপক্ষ বলছে, রবিবার গভীর রাতে ব্যাপক বৃষ্টিপাত হলেও গুহার ভেতর আটকে পড়া ক্ষুদেদের বাড়তি কোনো অসুবিধা হয়নি। উদ্ধারকারী দলে ১৩ বিদেশি ডুবুরি ও থাই নেভি সিলের পাঁচ সদস্য রয়েছেন। নানাভাবে মোট ৯০ জন ডুবুরি সহায়তা করছেন উদ্ধার অভিযানে। উল্লেখ্য, গত ২৩ জুন থাম লুয়াং গুহায় আটকে পড়ে ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। সেখানে ঘুরতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে গুহা থেকে আর বের হতে পারেনি তারা।