September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মাত্র ১ বছরে ৮ হাজার ব্যবসায়ীর রক্তের দাগ মন্দার গায়ে  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রপর দুবছর ভারতে অর্থনৈতিক মন্দাবস্থার প্রভাব যে কতটা মারাত্বক তা বলে দিচ্ছে  এনসিআরবি’র তথ্য। বলা হচ্ছে শুধু এক বছরেই ৮ হাজার ব্যবসায়ীর প্রাণ নিয়েছে অর্থনৈতিক মন্দা। অপরাধ তথ্য সংরক্ষণ বিষয়ক সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) তথ্য বলছে, ২০১৮ সালে ভারতের ৭ হাজার ৯৯০ জন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বিজেনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের চলমান অর্থনৈতিক মন্দাবস্থার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াও সামাজিকভাবে নিজেদের অবস্থান হারাচ্ছেন। সব মিলিয়ে অন্য কোনো পথ না পেয়ে তারা আত্মহননের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রানের চেষ্টা করছেন বলেই সংখ্যাটা ফের বেড়েছে।

২০১৮ সালে ব্যবসায়ীদের আত্মহত্যার সংখ্যায় সবার উপরে আছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক। কর্ণাটকে ১ হাজার ১১৩ জন আত্যহত্যা করেছেন ওই বছর। তারপর যথাক্রমে ৯৬৯ ও ৯৩১ জন নিয়ে মহারাষ্ট্র ও তামিলনাড়ু রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। উল্লেখ্য, রাজ্যভিত্তিক মোট দেশজ উৎপাদনেও (জিডিপি) শীর্ষে রয়েছে এসব রাজ্য।

এনসিআরবির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ৪ হাজার ৯৭০ জন ব্যবসায়ী আত্মহত্যা করেন দেউলিয়া কিংবা ঋণ ফেরত দিতে না পেরে। যা ২০১৮ সালে মোট আত্মহত্যার ঘটনার ৩.৭ শতাংশ। তবে ২০১৭ সালে দেউলিয়া কিংবা ঋণ জর্জরিত হয়ে আত্মহত্যা করেন করেন ৫ হাজার ১৫১ জন।

২০১৭ সালে ভারতের মোট ৭ হাজার ৭৭৮ জন ব্যবসায়ী আত্মহত্যা করেন। ২০১৮ সালের হিসাব অনুযায়ী, দেউলিয়া হওয়ার কারণে ভারতে প্রতিদিন ১৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। অর্থাৎ প্রতি দুই ঘণ্টারও কম সময়ে একজন ব্যবসায়ী আত্মহত্যা করেন।

বিশেষজ্ঞা চিকিৎসকরা বলছেন, ব্যবসায়িক ক্ষতি কিংবা দেউলিয়া হলে একজন ব্যবসায়ী মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মানসিক ও আর্থিক অবস্থা সম্পর্কে বেশিরভাগ সময় তাদের পরিবার কিংবা বন্ধুদের কাছে কিছু বলতে পারেন না। পুরো বিষয়টি নিজের মধ্যে চেপে রেখে উত্তরণের উপায় না পেয়ে শেষে নিজেকে শেষ করার দিকে পা বাড়ান।

Related Posts

Leave a Reply