February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৮৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প অসৎ! তলানিতে জনপ্রিয়তা  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অসৎ মানুষ। আর সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ আর তাকে বিশ্বাস করেন না। দীর্ঘদিন ধরে চালানো এক সমীক্ষাতে এমন তথ্যই উঠে এসেছে।‘সার্ভে মাংকি’ নামের একটি প্রতিষ্ঠান এই সমীক্ষা চালিয়েছে। সমীক্ষা বলছে, মাত্র ১৩ শতাংশ মানুষ মনে করেন প্রেসিডেন্ট একজন সৎ ব্যক্তি। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই সমীক্ষা চালানো শুরু হয় এবং সম্প্রতি এর ফলাফল প্রকাশ করা হয়।

পর্নতারকা স্ট্যরমি স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর মার্কিন জনগণ ট্রাম্পের ওপর থেকে বিশ্বাস অনেকটাই তুলে নিয়েছে। গত নির্বাচনের সময় স্টর্মিকে চুপ করিয়ে রাখার জন্য ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন বলে অভিযোগ।

৩৫% আমেরিকান বলেছেন, তাঁরা বিশ্বাস করেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে যোগ্য। আর ৩৩% মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে থাকার যোগ্যতা নেই ট্রাম্পের। ৪১% বলেছেন, ট্রাম্প যা বিশ্বাস করেন তার জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন। ১ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ৯ মে ২০১৮ পর্যন্ত ওই সমীক্ষাটি চালানো হয়। এতে অংশগ্রহণ করেছেন ৯ লাখ ২৯ হাজার ২২৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক।

 

Related Posts

Leave a Reply