৫ মাসে ৮৭ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
কলকাতা টাইমসঃ
গত ৫ মাসে প্রায় ৮৭ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন ভারতে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। এই বিপুল আক্রান্তের সংখ্যার সিংহভাগই রয়েছেন মাত্র ৫টি রাজ্যে। সেগুলো হলো মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও গুজরাটে। স্বাস্থ্যকর্মীদের মোট মৃত্যুর ৮৬ শতাংশ ঘটেছে এই সমস্ত রাজ্য থেকে। গোটা দেশে যতজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, তার ২৮ শতাংশই মহারাষ্ট্রের বাসিন্দা। দেশের বিচারে ৫০ শতাংশ মৃত্যুও ঘটেছে এই রাজ্যে।
মহারাষ্ট্র, কর্নাটক এবং তামিলনাড়ুতে গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত প্রায় ১ লক্ষ স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে কর্নাটকে ১২,২৬০ জন স্বাস্থ্যকর্মীর কোভিড পজিটিভ এসেছে। দেশের মোট আক্রান্তদের মধ্যে ৫৫ শতাংশ স্বাস্থ্যকর্মীই এই তিন রাজ্যের। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে ২৯২ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। কর্নাটক ও তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৪৬ ও ৪৯ জন স্বাস্থ্যকর্মীর।