November 22, 2024     Select Language
৭কাহন KT Popular ব্যবসা ও প্রযুক্তি

সপ্তাহে মাত্র ৫ দিন দ্বীপ দেখাশোনার বেতন ৮৮ লাখ টাকা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মন যদি হয় কোনো দ্বীপে ঘুরতে গিয়ে সেই দ্বীপটির দেখাশোনার চাকরিও যদি পেয়ে যান। তাও আবার বাহামাসের মতো জায়গায়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাহামাসে ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপ দেখভালের জন্য এক দম্পতির খোঁজে রয়েছে একটি পরিবার। এজন্য বেতনও দেওয়া হবে তাদের। বছরে ৮৮ লাখ টাকা। অর্থাৎ ঘোরাও হলো আবার চাকরিও। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, Polo & Tweed নামে একটি ওয়েবসাইটে ওই চাকরির খবরটি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, দ্বীপ দেখাশোনার জন্য অভিজ্ঞ এক দম্পতির প্রয়োজন। এজন্য বছরে তাদের ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা দেওয়া হবে। কেউ যদি অবশ্য ভেবে থাকেন, ওখানে কেবল ঘুরেই বেড়াবেন, তাহলে তাদের সেই ধারণা পুরোপুরি ভুল। কারণ ওই দম্পতিকে ন্যাপেলস, ফ্লোরিডা এবং বাহামাসে থাকা তাদের বাড়িগুলোর দেখভালও করতে হবে। আসলে ওই পরিবারটি এমন দম্পতিকে খুঁজছেন, যারা কি না ঘুরতে ভালোবাসেন। তবে তাদের বাড়ি দেখভালের অভিজ্ঞতাও থাকতে হবে।
ওয়েবসাইটে ওই পরিবার জানিয়েছে, ওই দম্পতিকে যথেষ্ট কর্মঠ হতে হবে। ঘরের সমস্ত কাজে পারদর্শী হতে হবে। রান্না জানলে তা অবশ্যই আলাদা গুণ হিসেবেও নাকি বিবেচিত হবে। এর পাশাপাশি হেলথকেয়ার, অন্যান্য সবরকম সুবিধা এবং গাড়িও মিলবে। সপ্তাহে পাঁচদিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করতে হবে ওই দম্পতিকে। তবে প্রয়োজনে সপ্তাহের শেষে কিংবা অতিরিক্ত সময়েও কাজ করতে হতে পারে। জানা গিয়েছে, ২৮ এপ্রিল থেকে ওয়েবসাইটে চাকরির খবরটি দেওয়া হয়েছে। তারপর থেকে সারা বিশ্বের অনেকেই সেটির জন্য আবেদনও জানিয়েছেন।

Related Posts

Leave a Reply