January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এবার বিয়ার খেলেই প্রতি মাসে মিলবে ৯ লাখ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বেড়াতে ভালবাসেন? নিত্য নতুন জায়গা দেখার শখ আছে? আর বিয়ারের নাম শুনলেই জিভ দিয়ে জল গড়িয়ে পড়ে? এতদিন বিয়ার বেশি খেলে নেশা হওয়ার সম্ভাবনার কথা ভেবে পিছিয়ে আসতেন৷ আর করবেন না৷ কেন না, এবার বিয়ার খেলেই মিলবে এক-দু’টাকা নয় এক্কেবারে ১২ হাজার মার্কিন ডলার৷ ভারতীয় হিসাবে প্রায় ৯ লক্ষ টাকা।  না একেবার নয়, মাসে মাসেই মিলবে এত পরিমাণ ডলার৷

ভাবছেন মজা করছি৷ না একদম নয়, একটুও মজা করছি না৷

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অফ বিয়ার’ নামে একটি মার্কিন বহুজাতিক সংস্থা এমনই বিজ্ঞাপন দিয়েছে৷ বিজ্ঞাপনে তিনটি জায়গার কথা বলা রয়েছে। এই তিনটি জায়গায় গিয়ে সেই জায়গার বিভিন্ন উৎসবের উপর ব্লগ লিখতে হবে৷ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিতে হবে৷ তবে এটা পাকাপোক্ত চাকরি নয়৷ চাকরির নাম শুনলেই যাঁদের গায়ে জ্বর চলে আসে তাঁদের জন্য এখানে রয়েছে সুবর্ণ সুযোগ৷ কেন না এই ইন্টার্নশিপের মজাটা অন্য জায়গায় রয়েছে। এই চাকরির একমাত্র শর্ত এখানে নিয়মিত বিয়ার খেতে হবে৷ আর শুধু খেলেই হবে না বিয়ারের গুণগান করাও চাকরির অন্যতম শর্ত৷ তাহলেই প্রতি মাসে পকেটে আসবে কড়কড়ে বারো হাজার মার্কিন ডলার৷

খবরটা শুনেই তো হাত নিশপিশ করছে৷ দাঁড়ান৷ এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে৷ এক মিনিটের একটি ভিডিও শুট করতে হবে তাতে পরিষ্কার করে বলতে হবে আপনিই সেরা বিয়ার ড্রিঙ্কার৷ কেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত৷ এই চাকরির জন্য শুধু বিয়ারেরই নয়, খাবার এবং ঘোরাফেরার খরচও দেবে কোম্পানিটি৷ তবে এই চাকরিটি পেতে হলে ২১ বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে আর থাকতে হবে আমেরিকার নাগরিকত্ব৷

Related Posts

Leave a Reply