November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আপনার গোপন কথাটি খুলে দেবে এই ৯ ছবি 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

পনার চরিত্রের ধরন বোঝার জন্য নিচের ৯টি ছবি দেখুন। এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন। এরপর ছবির উত্তরের ভিত্তিতে আপনার চরিত্র নির্ণয় করুন এ পাতার একেবারে নিচে দেওয়া বিশ্লেষণ থেকে। মনে রাখবেন, আগে ছবিগুলোর উত্তর নির্বাচন করুন এবং সবশেষে পাতার নিচের বিশ্লেষণ পড়ুন। তাহলেই বোঝা যাবে আপনার চরিত্রের ধরন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে স্পিকিংট্রি।
১. আপনি ওপরের (টপ) ছবিটিতে কী দেখলেন?
ক. একজন মন্দ নারী
খ. একজন আকর্ষণীয় নারী
গ. একটি মন্দ ছবি
ঘ. একজন রহস্যময় নারী
২. আপনি তার কোন অনুভূতির কথা সবার আগে মনে করেছেন?

image.jpeg

ক. আধ্যাত্মিক অনুভূতি
খ. কঠিন চিন্তাভাবনা
গ. ঘুম
ঘ. দুঃখ/ যন্ত্রণা
৩. এখানে কী হয়েছে বলে আপনি মনে করেন?

image.jpeg

ক. বাজিতে পরাজয়
খ. প্রিয় দল হেরে গেছে
গ. তাদের প্রিয় প্রার্থী নির্বাচনে পরাজিত হয়েছে
ঘ. বিশ্বাসঘাতকতা করতে গিয়ে ধরা পড়েছে
৪. এখানে কোন বিষয়টি আপনি সবার আগে দেখতে পেয়েছেন?

image.jpeg

ক. অনুপ্রেরণা
খ. অনিশ্চয়তা
গ. কৌতূহল
ঘ. ভয়
৫. এখানে এইমাত্র কী ঘটেছে?

image.jpeg

ক. মেয়েটা তার জন্য পাগল হয়ে গিয়েছে
খ. দুর্ঘটনাবশত পানীয় পড়ে গেছে
গ. ঝগড়াঝাটি
ঘ. পুরনো প্রেমিকের সঙ্গে দেখা
৬. কোন বিষয়টি আপনি প্রথমেই দেখতে পেয়েছেন?

image.jpeg

ক. খবর পড়ছে
খ. গত রাতের মাতাল টেক্সট মেসেজ
গ. কলারকে উপেক্ষা করছে
ঘ. বোঝা যাচ্ছে, বাজে কোনো ঘটনা ঘটে গেছে
৭. এরপর কী ঘটবে?

image.jpeg

ক. পুরুষটি দুঃখ প্রকাশ করবে
খ. নারী চলে যাবে
গ. মুখোমুখি সংঘাত
ঘ. একে অন্যকে কাছে টেনে নেবে
৮. আপনি প্রথম কী দেখলেন?

image.jpeg

ক. একাকীত্ব
খ. আরাম
গ. পিচ্ছল
ঘ. হারানো
৯. আপনি এ ছবিতে প্রথম কোন বিষয়টি লক্ষ্য করলেন?

image.jpeg

ক. স্বাস্থ্যসচেতনতা
খ. দুঃখ
গ. দাম্ভিকতা
ঘ. জেদ
আপনার ব্যক্তিত্ব
ছবিগুলো দেখ প্রশ্নগুলোর আপনি কেমন উত্তর দিয়েছিলেন, তার ওপর নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব।
ক. যদি অধিকাংশ ছবিতে আপনি ‘ক’ উত্তর দেন তাহলে আপনি একজন অত্যন্ত সৃজনশীল মানুষ। এমনকি আপনার নিজেরও নিজের মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই।
খ. আপনি যদি অধিকাংশ ছবির উত্তর ‘খ’ দেন তাহলে বুঝতে হবে আপনার স্বভাব অদ্ভুত। আপনি অন্য সবার চেয়ে আলাদা। আপনার এ স্বতন্ত্রতার কারণে প্রায়ই অন্যদের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
গ. আপনি যদি অধিকাংশ প্রশ্নের উত্তরে ‘গ’ নির্বাচন করেন তাহলে বুঝতে হবে আপনি একজন অসাধারণ মেধাবী ব্যক্তি। আপনার সচেতনতা অত্যন্ত বেশি। এ জন্য আপনার গর্বিত হওয়া উচিত।
ঘ. আপনি যদি অধিকাংশ প্রশ্নের উত্তরে ‘ঘ’ নির্বাচন করেন তাহলে বুঝতে হবে আপনি একজন অপ্রতিদ্বন্দ্বী স্বপ্নচারী। অন্যরা যা দেখে, আপনি কখনোই তা দেখেন না। যেকোনো বিষয়ে আপনি বাস্তবতার তুলনায় স্বপ্নকেই প্রাধান্য দেন।

Related Posts

Leave a Reply