January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

৯,০০০ কোটির মালিক ক্যাব ড্রাইভার!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে রাজনীতির মাঠ সব উত্তাল হয়ে আছে। জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আক্রমণ, দিল্লীতে নেতাদের মারামারি, কিছুদিন আগেই ৫০০ ও ১০০০ টাকার নোট উঠিয়ে ফেলা প্রভৃতি নিয়ে ব্যাপক ভোগান্তির মুখোমুখি হচ্ছেন বেশিরভাগ ভারতীয়।

এই চরম উত্তপ্ত সময়ে ভারতের এক ট্যাক্সি ক্যাব ড্রাইভার একদিনের জন্য ৯ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। একদিনে এতো টাকা কামানো ক্যাব ড্রাইভারের পক্ষে কোনভাবে সম্ভব না হলেও ব্যাংকের ভুলে তার একাউন্টে নয় হাজার আটশো ছয় কোটি টাকা জমা হয়।

পাঞ্জাবের বরনলাতে এই অদ্ভূৎ অর্থপ্রাপ্তির ঘটনাটি ঘটে। স্টেইট ব্যাংক অব পাতিয়ালার ব্যক্তিগত অ্যাকাউন্টে এরকম অর্থপ্রাপ্তিতে অবাক হয়ে যান ক্যাব ড্রাইভার বলভিন্দার সিং। ব্যাংকটির পাঞ্জাবের বরনলা ব্রাঞ্চে গিয়ে জানতে পারেন এটা ব্যাংক কর্মচারীদের ভুলে হয়েছে। একদিন পর অবশ্য সেই অর্থ সরিয়ে ফেলা হয়।

Related Posts

Leave a Reply