ক্রিকেট মাঠে ব্যাটে-বলে ব্যাপক তান্ডব বৃদ্ধের ! কিন্তু কে ইনি ?
নিউজ ডেস্কঃ
অনেক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তারপর ছবিতে কাজ করেছেন। আপাতত তিনি ব্যস্ত কমেন্ট্রির কাজে। ইন্ডয়িান প্রিমিয়ার লীগের জন্য আপাতত তিনি ভারতে রয়েছেন। কাজের ফাঁকে তিনি চাইছেন নিজের মত ঘুরে বেড়াতে। সেটা করতে গিয়ে ছদ্মবেশ নিয়েছেন। পৌঁছে গেছেন মুম্বাইয়ের এক মাঠে ছোটদের ক্রিকেট খেলা দেখতে। তারপরই ব্যাট-বল নিয়ে মাঠ শুরু তার খেল!
তবে ছোটরা তো ভেবেই অবাক বুড়া ভদ্রলোককে দেখে। তারা প্রশ্নই করে ফেলল এই বয়সে কীভাবে এ রকম খেললেন তিনি। তখন প্রকাশ্যে এলেন তিনি। তিনি আর কেউ নন, এক সময় ২২ গজ কাঁপানো অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। মাঠে ব্রেট লিকে দেখে বেজায় খুশ কচিকাচারা। অটোগ্রাফের সাথে নিয়ে নিল খেলা গুরুত্বপূর্ণ টিপস।