January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ফুটবল বিশ্বকাপের আসরে ৮০ বছর পর এই প্রথম থাকছেনা কোনো ব্রিটিশ রেফারি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জমে উঠেছে আসন্ন রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করেছে দলগুলো। পাশাপাশি ২০১৮ বিশ্বকাপের জন্য রেফারির তালিকা ঘোষণা করেছে ফিফা। কিন্তু অবাক করার মতো ব্যাপার, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কেউই রাশিয়া ওয়ার্ল্ডকাপে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। বিশ্বকাপে গত ৮০ বছরের মধ্যে এবারই এমনটা হতে যাচ্ছে। অর্থাৎ, ১৯৩৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে নেই কোনো ব্রিটিশ রেফারি।

ফিফার তৈরী রেফারি কমিটিতে রয়েছে মোট ৪৬টি দেশ থেকে ৩৬ জন রেফারি এবং ৬৩ জন সহকারি রেফারি। এখানে প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে কারো সুযোগ না মিললেও আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) থেকে দু’জন জায়গা করে নিয়েছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করা নিকোলা রিজোলি অবসর নিয়েছেন। তার জায়গায় ইতালির প্রতিনিধি জিয়ানলুকা রচ্চি। বাছাইকরা রেফারিরা কভারসিয়ানোতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সেন্টারে প্রস্তুতিমূলক সেমিনারে অংশ নেবেন। মস্কোতে ওয়ার্ল্ডকাপ শুরুর ১০ দিন আগে শুরু হবে চূড়ান্ত সেমিনার। উল্লেখ্য, আগামী ১৪ জুন ৩২ দলের ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠবে। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে কার হাতে উঠবে সোনালী ট্রফি তা জানা যাবে ১৫ জুলাই।

 

Related Posts

Leave a Reply