যে শিশু এখনো ভূমিষ্ঠই হয়নি সেও আক্রান্ত হতে পারে করোনায় !

কলকাতা টাইমসঃ
যে এখনো ভূমিষ্ঠই হয়নি সেও আক্রান্ত হতে পারে করোনায়! এমনই চাঞ্চল্যকর দাবি করলেন এক চিকিৎসক। তার দাবি বাস্তবেই ঘটেছে এই ঘটনা। বিজ্ঞানীদের যাবতীয় দাবি কে নস্যাৎ করে এই দাবি করলেন পুনের এক হাসপাতালের চিকিৎসকরা। পুনের সাসুন জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ আরতি কিনিকার জানান, সন্তানসম্ভবা এক মহিলার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তার সদ্যোজাত কন্যার করোনা পজিটিভ হতে দেখেন তারা।
চিৎসকদের দাবি, মায়ের প্লাসেন্টার মাধ্যমে গর্ভে থাকা ভ্রূনের মধ্যে এই রোগ ছড়িয়ে পরে।চিকিৎসা শাস্ত্রে যাকে বলা হচ্ছে ‘ভার্টিকাল ট্রান্সমিশন’। ডঃ কিনিকার জানান, ২১ দিন পর পরীক্ষায় মা এবং শিশু দুজনের শরীরেই অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া যায়। তবে তা মায়ের তুলনায় শিশুটির শরীরে যথেষ্ট কম।