৪ কোটি টাকা নিয়ে কাড়াকাড়ি উইলিয়ামসন এবং রশিদ খানের মধ্যে
কলকাতা টাইমসঃ
নিলামের আগেই পারিশ্রমিক নিয়ে ঝামেলায় জড়ালেন সানরাইজার্স হায়দারাবাদের দুই সেরা ক্রিকেটার উইলিয়ামসন এবং রশিদ খান।তাদের নিয়ম অনুযায়ী, প্রথম পছন্দের ক্রিকেটার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন। তার থেকে অন্তত ৪ কোটি টাকা কম পাবেন দলের দ্বিতীয় পছন্দে থাকা ক্রিকেটার। ঠিক সেই কারণে দ্বিতীয় পছন্দ হিসেবে থাকতে চাইছেন না আফগানিস্তানের এই স্পিনার।
জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি উইলিয়ামসনকে রাখতে চাইছে। দলের অধিনায়কই তাদের প্রথম পছন্দ। তাদের দ্বিতীয় পছন্দ রশিদ। রশিদ খানের প্রশ্ন, কেন তিনি প্রথম পছন্দ হবেন না? ফ্র্যাঞ্চাইজি কর্তারা চাইছেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার তাদের দলে থেকে যান। তারা রশিদকে বোঝানোর চেষ্টাও করছেন। ৩০ নভেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে রশিদকে ছেড়ে দিতে হবে।