স্ত্রীকে গর্ভবতী করতে ব্যর্থ বন্ধু, প্রতারণার মামলা দায়ের     – KolkataTimes
April 23, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

স্ত্রীকে গর্ভবতী করতে ব্যর্থ বন্ধু, প্রতারণার মামলা দায়ের    

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

স্ত্রীকে গর্ভবতী করার করার দায়িত্ব ছিলো বন্ধুর। ৭৭ বার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় আদালতে প্রতারণার মামলা দায়ের করলেন বন্ধু। আজব এই কান্ডটি ঘটিয়েছেন তানজানিয়ার এক পুলিশকর্মী দারিয়াস মাকামবাকো। ৫০ বছরের ওই পুলিশকর্মী সন্তানের জন্ম দিতে অপারগ। এদিকে সন্তান না হওয়ায় অবসাদে ভুগছিলেন তার ৪৫ বছরের স্ত্রীও।

হঠাৎই একদিন দারিয়াস দ্বারস্থ হন বন্ধু ইভান্স মাস্তানোর। ২০ লাখ তানজিনিয়ান সিলিং এর বিনিময়ে নিজের স্ত্রীকে গর্ভবতী করার চুক্তি হয় তাদের। শর্ত, ‘১০ মাসে সপ্তাহে ৩ বার ঘনিষ্ঠ হতে হবে।’ বহু চেষ্টাতেও, ফল মেলেনা। জানা যায় ইভান্সও ইনফার্টাইল। যদিও একথা মানতে রাজি নন দুই সন্তানের বাবা ইভান্স। একসময় ইভান্সের স্ত্রী স্বীকার করেন, আসলে সন্তানেরা ইভান্সের নয়, তার ভাই এডওয়ার্ডের।

Related Posts

Leave a Reply