পাকিস্তানের বিমানচালকদের মধ্যে একটা বড় অংশই ফেক !
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের বিমানচালকদের মধ্যে একটা বড় অংশই ফেক। যাদের না আছে সঠিক প্রশিক্ষণ, না আছে লাইসেন্স। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করলেন পাকিস্তানের বিমান পরিবহন মন্ত্রী গুলাম সারোয়ার খান গুলাম সারোয়ার খান। গতকাল বুধবার পাকিস্তানের পার্লামেন্টে এই বিস্ফোরক তথ্য পেশ করেন তিনি। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেদেশে।
বিমান মন্ত্রী জানান, পাকিস্তানে বর্তমানে ৮৬০ জন বিমান চালক রয়েছেন। এদের মধ্যে ২৬২ জনই ভুয়ো। এরা অন্য কাওকে পরীক্ষায় বসিয়ে সার্টিফিকেট জোগাড় করেছেন। রাজনৈতিক ভাবে তাদের পাইলট হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, গত ২২ মে পিআইএর একটি বিমান করাচি বিমানবন্দরে যাওয়ার পথে একটি জনবহুল এলাকায় ভেঙে পরে। এই ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই উঠে আসে এই ভয়ংকর তথ্য।