ভারতে করোনার কম বংশবৃদ্ধিতে স্বস্তির বার্তা
কলকাতা টাইমস :
গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫৪৩। কিন্তু এর মধ্যেও স্বস্তির বার্তা দিল ইনস্টিটিউট অফ ম্যাথেমেটিকাল সায়েন্স।
বিগত কয়েক দিন ধরেই স্বাস্থ্য মন্ত্রকের দাবি ‘ভারতে সংক্রমণের হার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম’ কে সমর্থন করে সম্প্রতি তাদের একটি গবেষণায় দেখা যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় ভারতেই সবথেকে কম হয়েছে করোনার বংশবৃদ্ধি। অর্থাত্ নতুন প্রজননের মাধ্যমে ব্যক্তি সংক্রমণের হার সর্বাধিক কম আমাদের দেশেই। ওই গবেষণায় আরও বলা হয়েছে সংক্রমণ রোধে বর্ধিত লকডাউন মহারাষ্ট্রের মতো রাজ্যে খুব একটা সহায়ক না হলেও এটি তামিলনাড়ু ও কর্ণাটকের মতো কয়েকটি রাজ্যে ভালো ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে এপ্রিলের ৬ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত যেখানে সংক্রমণের হার ছিল ১.৫৩ সেটা এখনও পর্যন্ত খুব বেশি হলে গড়ে বেড়েছে ১.৮৩ পর্যন্ত।
ওই গবেষণাতেই অনুমান করা হয়েছে মার্চের শেষ সপ্তাহে দেশব্যাপী লকডাউন কার্যকর না করে হলে ২০ এপ্রিলের মধ্যে দেশে করোনা আক্রন্তের সংখ্যা ৩৫ হাজার থেকে ৫০ হাজারেও পৌঁছাতে পারতো। কিন্তু লকডাউনের ফলে গোষ্ঠী সংক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে বলে ইনস্টিটিউট অফ ম্যাথেমেটিকাল সায়েন্সের গবেষকদের মত।