মোবাইল ফোন বিস্ফোরণে পুড়ে খাক হয়ে গেলো আস্ত একটা বাড়ি
কলকাতা টাইমসঃ
মোবাইল ফোন বিস্ফোরণে পুড়ে খাক হয়ে গেলো আস্ত একটা বাড়ি। ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। দমকলের ১০টি ইঞ্জিন ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার দক্ষিণ জাকার্তার জেআই. পল্টনগনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির দ্বোতলার বেডরুমেই ঘটে বিস্ফোরণের ঘটনা। জাকার্তা পুলিশ প্রধান টেম্পো.কো জানিয়েছেন, বাড়ির এক ছেলে মোবাইল ফোন চার্জে বসিয়ে ছিলেন। হঠাৎই ফোনটি বিকট আওয়াজের সাথে বিস্ফোরণ হয়।