আম্পায়ারকে খুনের হুমকি দিয়ে আজীবন নিষিদ্ধ নিউজিল্যান্ডের এক ক্রিকেটার
কলকাতা টাইমসঃ
আম্পায়ারকে খুনের হুমকি দিয়ে আজীবন নিষিদ্ধ নিউজিল্যান্ডের এক ক্রিকেটার। আজীবন নিষিদ্ধ হওয়া সেই কিউই ক্রিকেটারের নাম টিমোথি উইয়ার। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তিনি। গিসবর্নে ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেনএই ক্রিকেটার।
গত ৪ ডিসেম্বরের ঘটনা। ওল্ড বয়েস ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ম্যাচের শেষে আম্পায়ারকে খুনের হুমকি দেন উইয়ার। তদন্তে উইয়ারের বিরুদ্ধে লেভেল-৪ ধারা ভাঙার প্রমাণ পায় তদন্তকারী প্যানেল। দা পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আজীবন নিষিদ্ধ করে।