এক মহিলাকে বাড়িতে গলাছেড়ে গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো ব্রিটেনের আদালত !
নিউজ ডেস্কঃ
যিনি গান গাইতে লজ্জা পান কিংবা গানের গলা তেমন ভালো নয়, তিনি অন্তত বাথরুমে গলা ছেড়ে গান গাওয়ার সুযোগটা পান। কিন্তু ব্রিটেনের নরউইচের এক মহিলার সেই অধিকারটুকুও হরণ করা হলো। বলা যায়, বাধ্য হয়েই তার গানের ওপর চাপলো নিষেধাজ্ঞা। রীতিমতো আদালতের নির্দেশে নিজের বাড়িতে বসেও এখন গান গাওয়া মানা তার।
প্রতিবেশীরা তার গান শুনে অস্থির। তাদের অভিযোগ, ওই মহিলার গান শুনলে মনে হয় কোনো বিড়াল জলে ডুবে মরতে বসেছে। শুধু তাই নয়, প্রতিবেশীরা ওই মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে সোজা আদালতের দ্বারস্থ হন। মহিলার বয়স চল্লিশের কোঠায়। গত ডিসেম্বরে ২৪ মাসের ‘ক্রিমিনাল বিহেভিয়ার’ -এর অভিযোগে শাস্তি দেওয়া হয় তাকে। তার অপরাধ- তিনি এমন উচ্চস্বরে গান গাইতে থাকেন যা বাড়ির বাইরে অবধি পৌঁছে প্রতিবেশীদের বিরক্ত করে। কিন্তু সম্প্রতি প্রতিবেদশীরা অভিযোগ করেছেন, এ বছর ইতিমধ্যে তিনবার আদালতের নির্দেশনা ভঙ্গ করেছেন তিনি। নতুন অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।