পারফর্ম না করার জন্য ঘুষ নিয়েছেন এক পাকিস্তানী ক্রিকেটার
কলকাতা টাইমসঃ
পাকিস্তান সুপার লিগে ঘুষ নিয়ে পারফর্ম না করার অভিযোগ উঠলো এক প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটারের বিরুদ্ধে। পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ নিজেই স্বীকার করে নেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ। গতকাল সোমবার ম্যাঞ্চেস্টারের এক আদালতে দোষ স্বীকার করেছেন ৩৩ বছরের এই ক্রিকেটার।
ম্যাচ গড়াপেটা কাণ্ডে জামশেদের সঙ্গে জড়িত ছিলেন ইউসুফ আনোয়ার ও মোহম্মদ ইজাজ নামে আরও দুজন ব্যক্তি। গত সপ্তাহে এই দু’জন টাকা দিয়ে ক্রিকেটারদের পারফর্ম না করার কথা স্বীকার করে নেন। একটি ওভারের প্রথম দু’টি বলে কোনও রান না করার জন্য টাকা নেন নাসির জামধেদ। স্পট-ফিক্সিং এর অভিযোগে গত বছর জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসিত করা হয়।