রিভালবার তাক করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাক ক্রিকেটারের বিরুদ্ধে
কলকাতা টাইমসঃ
রিভালবার তাক করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে। এই পাক ক্রিকেটার এবং তার এক বন্ধুর বিরুদ্ধে ইসলামাবাদের শালিমার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ ওই নাবালিকাকে মেডিকেল টেস্টার জন্য পাঠিয়েছে।
অভিযোগকারীর দাবি, পুলিশের কাছে করা অভিযোগ তুলে নিতে তাকে নানান প্রলোভন দেখাচ্ছে ইয়াসির। এমনটি তাকে একটি ফ্ল্যাট কিনে দেওয়া থেকে শুরু করে সাবালক না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের দায়িত্ব নিতেও রাজি হন অভিযুক্ত পাক ক্রিকেটার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তান ক্রিকেট মহলে। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পাক ক্রিকেট বোর্ড।