চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুল্যান্স নিয়ে ভারতের করোনা যুদ্ধে সামিল হতে চান এক পাকিস্তানী
কলকাতা টাইমসঃ
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুল্যান্স দিহে ভারতকে সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন এক পাক মানবাধিকার কর্মী। পাকিস্তানের প্রখ্যাত সমাজকর্মী ফয়সাল ইধি এমনই আবেদন জানিয়ে সরাসরি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তার ইধি ফাউন্ডেশনের তরফ থেকে প্রাথমিক ভাবে ৫০টি অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসক এবং সাস্থকর্মী নিয়ে তারা এদেশে করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ার জন্য অনুমতি চেয়েছে।
ফয়সালের বক্তব্য, ‘ভারতের প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই সঙ্কটজনক পরিস্থিতিতে প্রতিবেশী বন্ধু হিসেবে আমরা সহমর্মিতা জানাচ্ছি। তিনি নিজেই ওই স্বেচ্ছাসেবী দল নিয়ে ভারতে আসতে চান। তারা ভারত সরকারের নির্দেশ মেনেই কোভিড মোকাবিলার লড়াইয়ে অংশ নেবে বলে জানিয়েছেন ওই পাক সমাজকর্মী।