দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা ডাকাবুকো ক্রাইম রিপোর্টার
কলকাতা টাইমসঃ
নেদারল্যান্ডের জনপ্রিয় ক্রাইম রিপোর্টারকে গুলিতে ঝাঁঝরা করে দিলো দুষ্কৃতীরা। জানা যাচ্ছে দেশের জনপ্রিয় টক-শো করে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে তার ওপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬৪ বছরের ওই সাংবাদিক পিটার আর ডে।
সূত্রের খবর খুব কাছ থেকে পিটারের কপাল লক্ষ্য করে মোট পাঁচটি গুলি করা হয়। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীও এক শোকবার্তায় পিটারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আকুতোভয় এই সাংবাদিক দেশের ক্রিমিনালদের কাছে যথেষ্ট সমস্যার কারণ হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সময়ে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে খবর।