করোনার বাতাবরণে এক বিরল বিক্ষোভ
কলকাতা টাইমসঃ
করোনা আতংকের মধ্যেই বিরল এক বিক্ষোভের নজির গড়লো ইসরায়েল। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সাস্থ সংস্থার বেঁধে দেওয়া সমস্ত রকম নিয়ম কানুন মেনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন প্রায় ২ হাজার নাগরিক।
বিক্ষোভের সময় সরকারের বেঁধে দওয়া সামাজিক দূরত্ব বিধি অর্থাৎ ২ মিটার দূরত্ব বজায় রেখেছিলেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তারা প্রত্যেকেই মুখে নিয়ম মেনে মাস্ক পড়েছিলেন। গতকাল রবিবার ইসরায়েলের রবিন স্কয়ারে বিক্ষোভকারীরা কালো পতাকা নিয়ে সমবেত হয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, তিনি দেশের গণতন্ত্র ধ্বংস করছেন।