January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নেতাকে ভালোবাসার বিরল নজির, সাংসদের পা ধুয়ে জল খেলেন ভক্ত! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সাংসদ-বিধায়কদের পেছনে ঘুরে বেড়াতে দেখা যায় অনেক রাজনৈতিক কর্মীদের। কেউ কেউ অন্ধ ভক্তও হয়ে ওঠেন তাদের। কিন্তু নেতার পা ধুয়ে জল খাওয়ার ঘটনা বিরল। সম্প্রতি ঘটেছে এমনই এক বিরল ঘটনা। সেই নেতার প্রশংসায় পঞ্চমুখ দলের কর্মীরা। সংসদ সদস্য হিসেবে অনেক কাজ করেছেন তিনি। সেই কারণে ওই সাংসদের পা ধোয়া জল খেয়ে তাকে সম্মান জানাল এক কর্মী। আর এতেই আপ্লুত সংসদ সদস্য।

আলোচিত সংসদের নাম ডা. নিশিকান্ত দুবে। নিজের ফেসবুক পেজে তার জীবনের গর্বের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে ক্যাপশনে লিখে দিয়েছেন এই ঘটনায় তার মনের আনন্দের কাহিনী। ঝাড়খণ্ডের গড্ডা লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির হয়ে সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঞ্চে বসে রয়েছে নিশিকান্ত দুবে। সঞ্চালকের স্লোগানের সঙ্গে গলা মেলাচ্ছেন সভায় উপস্থিত কর্মীরা। সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নিশিকান্তকে। এরপরেই এক কর্মী উঠে এলো মঞ্চে। সংসদ সদস্যের পা জল দিয়ে ধুইয়ে দিয়ে মুছে দিচ্ছেন তিনি। এরপরেই সেই পা ধোয়া জল খেয়ে নিলেন ওই কর্মী। সঙ্গে সঙ্গে ওই রাজনীতিকের জয়ধ্বনিতে ভরে উঠল সভা চত্বর। সমগ্র বিষয়টি বেশ ভালোভাবেই উপভোগ করেছেন সংসদ সদস্য নিশিকান্ত দুবে। একবারের জন্যেও বাধা দেননি ওই কর্মীকে। জানা গেছে, ওই কর্মীর নাম পবন শাহ।

Related Posts

Leave a Reply