January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এক অমায়ীক চোরের কীর্তি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক মহিলার কাছ থেকে টাকা চুরি করেও, শেষপর্যন্ত তার টাকা ফেরত দিয়ে দিল চোর! গোটা ঘটনাটি ধরা পড়ে এটিএমের সিসিটিভি ক্যামেরায়। ক্যামেরায় দেখা গেছে, লি নামের এক মহিলা আইসিবিলি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলছেন। সেই সময় সেখানে উপস্থিত হয় ওই চোর। অস্ত্র দেখিয়ে ছিনিয়ে নেয় ২৫০০ ইয়ান। এরপরই চোরটি মহিলার ব্যালান্স দেখতে চায়।

তা দেখার পরই বদলে যায় চোরের মন। দেখা যায়, মহিলার অ্যাকাউন্টে কোনো টাকাই অবশিষ্ট নেই। শেষপর্যন্ত ওই টাকা ফিরিয়ে দেয় চোর। খবরটি সামনে আসতেই অনেকেই চোরের প্রশংসা করলেও, প্রশাসন কিন্তু কড়া হাতেই ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করে পুলিশ।‌‌‌

 

Related Posts

Leave a Reply