রাস্তার ধরে ঠেলা গাড়িতে আম বিক্রি করছেন এক গবেষক!

কলকাতা টাইমসঃ
রাস্তার ধরে ঠেলা গাড়িতে আম বিক্রি করছেন এক গবেষক! করোনা ইতিমধ্যেই রুজি রুটি পাল্টে দিয়েছে বহু মানুষের। পেটের তাগিদে ঘটেছে পেশাবদল। তাবলে কোনো পিএইচডি ডিগ্রিধারীকে রাস্তায় ফল বিক্রি করতে দেখাটা সত্যিই বিরল ঘটনা। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাইসা আনসারি। করোনা সংকটে সংসার চালাতে তাকে পথে নামতে হয়েছে ফল বিক্রি করতে।
ম্যাটেরিয়াল সাইন্সে পিএইচডি ডিগ্রি রয়েছে রাইসার। ৩৬ বছরের এই মহিলার জীবন হঠাৎই পাল্টে দিয়েছে করোনা। মধ্যপ্রদেশের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পিএইচডি করেন তিনি। মাঝে একটি বিদ্যালয়ে টেম্পুরারি টিচার হিসেবে যোগ দিলেও স্কুল বন্ধ হওয়ায় বর্তমানে মাইনেও বন্ধ।সম্প্রতি ইন্দোর পৌরসভার কর্মীরা তাকে রাস্তার পাশে ফল বিক্রিতে বাধা দিলে ঝরঝরে ইংরাজিতে তিনি তীব্র প্রতিবাদ করেন। যা শুনে হতভম্ব ওই সরকারি কর্মীরা।