নিজের দেশে ফিরতে উত্তর কোরিয়ার রেল লাইনে ট্রলি ঠেলছেন রাশিয়ার কূটনীতিক
কলকাতা টাইমসঃ
উত্তর কোরিয়া থেকে নিজের দেশে ফিরতে রাশিয়ান কূটনীতিকের ভরসা রেলওয়ে লাইন চেকিং ট্রলি! সম্প্রতি এমনই এক ঘটনার কথা প্রকাশ্যে এনেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক। উত্তর কোরিয়ায় কর্মরত রাশিয়ান কূটনীতিক ভ্লাদিসলাভ সরোকিনকে এই ধরণের ট্রলিতে চেপেই রাশিয়া সীমান্তে পৌঁছতে হয়। তার আগে প্রায় ৩২ ঘন্টা ট্রেনে এবং ২ ঘন্টার দুর্বিসহ জার্নি করতে হয় এই কূটনীতিককে।
প্রসঙ্গত বহির্বিশ্ব নিজেদের কার্যত বিচ্ছিন্ন করে রেখেছে উত্তর কোরিয়া। করোনা সংক্রমণ শুরুর প্রথম থেকেই তাদের দেশে প্রবেশ এবং প্রস্থান নিয়ে করা অবস্থান নিয়েছে কিম জং উন প্রশাসন। যে কারণে দীর্ঘদিন পর নিজের দেশে পাড়ি দিতে হাতেঠেলা ট্রলিতেই প্রায় এক কিলোমিটার রেলপথ পাড়ি দেন এই হাইপ্রোফাইল পরিবার। রুশ পররাষ্ট্র মন্ত্রকের ফেসবুক পোস্টে দেখা গেছে ভ্লাদিসলাভ সরোকিন নিজেই তুমেন নদীর রেলসেতু ওপর ট্রলিটি ঠেলে রাশিয়ায় নিয়ে যান।