করোনায় মৃত্যু হলো ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানীর
কলকাতা টাইমসঃ
এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানীর। নাম গীতা রামজি। দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের এইচআইভি প্রিভেনশন রিসার্চের বিভাগীয় প্রধান ছিলেন ৬৪ বছর বয়সী গীতা। কিছুদিন আগে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফেরেন তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালে এইচআইভি নিয়ে গবেষণায় নতুন দিশা দেখান গীতা রামজি। দক্ষিণ আফ্রিকায় এইচআইভি গবেষণায় এক নতুন ল্যান্ডমার্ক তৈরি করে ছিলেনএই গবেষক। উল্যেখ্য, করোনা ভাইরাসের আক্রমণে দক্ষিণ আফ্রিকায় মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্ত ১৩৫০ জন মানুষ। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।