রাগ, দুঃখ, অভিমানের রিস্ট ব্যান্ড !
কলকাতা টাইমসঃ
আপনার রাগ, দুঃখ, অভিমানের ওপর নজরদারি চালাবে একটি রিস্ট ব্যান্ড! যা আদতে স্মার্ট ব্যান্ড নামেই পরিচিত। প্রযুক্তিনির্ভর এই যুগে সত্যি সত্যিই এমনটাও সম্ভব। ভাবতে পারেন আপনার মুড বদল হলে আপনাকে জানান দেবে একটি ছোট্ট ডিভাইস।
ব্রিটেনের বিজ্ঞানীরা এমনই এক আবিষ্কারের দোরগোড়ায়। নতুন এই ব্যান্ডটি তৈরি করা হচ্ছে মূলত সেই সমস্ত মানুষদের জন্য যারা মানসিক অবসাদ, উদ্বেগ এবং বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন।ব্রিটেনের ল্যাঙ্কেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ উমর বলেছেন, “আমাদের কারও পক্ষেই সব সময় মানসিক অবস্থান সঠিক ভাবে জানা এবং তাকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। অনেকেই এই অবস্থায় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না।” উমরের দাবি, সেই সব ক্ষেত্রে খুবই কার্যকরী হবে এই রিস্টব্যান্ড।