দেশের এক বিশেষ সম্প্রদায়ের মুসলমানদের জঙ্গি তকমা সেটে দিলো চীন !
নিউজ ডেস্কঃ
চীনের উত্তর পশ্চিমাঞ্চলের উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের ওপর বরাবরই অসন্তুষ্ট চীন। এবার সংখ্যালঘু উইঘুর মুসলমানরা জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে বলে প্রচার শুরু করে দিলো চীন। একদম সরকারিভাবেই বলে দেওয়া হচ্ছে, উইঘুর সম্প্রদায়ের মুসলমানরা তাদের দেশের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য সংগঠিত হচ্ছে। দাবি করা হচ্ছে, সহজেই ‘ব্রেন ওয়াশ’ করা হচ্ছে এই বিশেষ সম্প্রদায়ের মুসলমানদের। সেই কারণেই জঙ্গিরা উইঘুর মুসলমানদেরই টার্গেট করছে।
একই সঙ্গে চীনের মসজিদগুলোতে জাতীয় পতাকা টাঙ্গানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। রাষ্ট্র নিয়ন্ত্রিত চীনের ইসলামিক অ্যাসোসিয়েশন তাদের নিজেদের ওয়েবসাইটে এই কথা জানিয়েছে।