সাংবাদিকদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন তালেবান মুখপাত্র
কলকাতা টাইমসঃ
দেশের সংবাদ মাধ্যম এবং কর্মরত বিদেশি সাংবাদিকদের কঠোর বার্তা দিয়ে তাদের প্রথম সাংবাদিক সম্মেলন করলো সদ্য আফগানিস্তানের দখল নেওয়া তালেবান। আজ মঙ্গলবার রাতে রাজধানী কাবুলে প্রথম সাংবাদিক সম্মেলন করেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আমরা আমাদের সাংস্কৃতিক কাঠামোর মধ্যে মিডিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। গণমাধ্যমের কোনো কিছুই ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে হওয়া উচিত নয়।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, ২০ বছরের সংগ্রামের পর আমরা দেশকে বিদেশি মুক্ত করেছি, যা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত। আফগানিস্তানে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে তালেবানরা। তিনি বলেন, ‘আমি আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি, আমরা আমাদের ভূখণ্ড কাওকে বা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।’ তালেবান মুখপাত্র প্রতিশ্রুতি দেন, দেশের মহিলাদের মুসলিম আইনের সীমার মধ্যে তাদের সব অধিকার নিশ্চিত করা হবে।