January 18, 2025     Select Language
৭কাহন Audio News Editor Choice Bengali

একহাতে গাছের ডাল, অন্য হাতে স্মার্টফোন: দিব্যি চলছে অনলাইন ক্লাস   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনার কারণে দেশ জুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ। এরই মধ্যে অনলাইন ক্লাসের এক অনন্য নজির দেখা গেলো হাইটেক সিটি ব্যাঙ্গালুরুতে। ভালো ইন্টারনেট নেটওর্য়াক পেতে এখানে গাছে চড়ে বসতে দেখা গেলো ছাত্র-শিক্ষক দুজনকেই !

স্নাতকোত্তরের শিক্ষার্থী শ্রীরাম হেজ নেটওয়ার্ক পেতে এক কলোমিটার পথ হেঁটে, উঁচু টিলার ওপর উঠে চেপে বসছেন গাছের মগডালে। একহাতে গাছের ডাল, অন্য হাতে স্মার্টফোন। দিব্যি চলছে অনলাইন ক্লাস। এভাবেই প্রতিদিন তিনটি করে ক্লাস করতে হয় তাকে।

অন্যদিকে রোদে পুড়েই প্রায় ৩ ঘণ্টা ক্লাস করে নিচ্ছেন শ্রীরাম। একই ভাবে ক্লাস নিচ্ছেন শিক্ষকও। কিন্তু নেটওয়ার্ক বড়ো বালাই। তাই ক্লাস নিতে প্রবল অসুবিধার মুখে পড়ছেন শিক্ষকরা। সকাল সাড়ে ন’‌টা থেকে সন্ধ্যে ছ’‌টা পর্যন্ত ক্লাস নিচ্ছেন বাঁকুড়ার এ নাছোড়বান্দা শিক্ষক সুব্রত পতি।

Related Posts

Leave a Reply