‘প্যাডম্যান’- এ অনুপ্রাণিত বাংলাদেশী তরুণীর প্যাড চ্যালেঞ্জ
নিউজ ডেস্কঃ
গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের আলোচিত ছবি ‘প্যাডম্যান’। ২০০ কোটি বাজেটের এই ছবিটি মুক্তির পর বলিউড তারকারা এটাকে সমর্থন জানান। প্যাড কেনা, পরিধান এসব লজ্জার বিষয় নয়, এমনই বার্তা দিয়েছিলেন অক্ষয়। মুক্তির এক সপ্তাহ পেরোতেই এর প্রভাব এসে পড়লো বাংলাদেশেও। নূরানী সাবাহ নামের বাংলাদেশি এক তরুণী এবার প্যাড চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্যাডের বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুককে বেছে নেন। সেখানে প্যাড হাতে বেশ কিছু ছবি দিয়ে ‘লজ্জা’র বিষয়কে এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্যাড চ্যালেঞ্জ গ্রহণ করতে বলেন। এরপর সেখানে ভালোবাসি আপু, স্যালুট ইত্যাদি বলে অনেকেই সমর্থন দিয়েছেন।
ফেসবুকে মেয়েদের উদ্দেশ্যে নূরানী সাবাহ বলেন, আমি প্যাড ব্যবহার করি! হ্যাঁ, আমি প্যাড ব্যবহার করি। আজ পর্যন্ত আমি কখন প্যাড কিনি নাই। লজ্জা করে! হ্যাঁ, লজ্জা করে! ওই যে দোকানদারটা, ওই যে পাশে দাঁড়িয়ে থাকা লোকটা কিংবা ছেলেটা, কেন? ছেলেদের কি জানার দরকার নেই? সে তো কোনো মেয়ের-ই ছেলে। তারপর কোনো মেয়ের স্বামী। সবশেষে একজন বাবা।
এরপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাঁচটি পয়েন্ট দেন সাবাহ।
1. Is there anyone ?
2. Don’t look at me plz !
3. Every girl goes through this! It’s not new! Don’t talk about it.
4. Don’t listen to anyone girls! We r not ashamed! It’s not a thing to hide.
5. Finally ! Yeah it’s pad ! We the girls use it ! N everyone should know it !! Isn’t it?
#pad_challenge
Let’s tag all the beautiful ladies there.