সান ফ্রান্সিসকোর ব্যস্ত রাস্তায় একে-৪৭ হাতে কাওকে খুঁজছেন এক তরুণী !
কলকাতা টাইমসঃ
সান ফ্রান্সিসকোর ব্যস্ত রাস্তায় একে-৪৭ হাতে কাওকে খুঁজছেন এক তরুণী। কপালের ফেরে এখন ওই তরুণীকেই খুঁজে বেড়াচ্ছে মার্কিন পুলিশ। গত ১১ জুলাইয়ের এই ঘটনার রহস্য উন্মোচনে আপাতত রাতের ঘুম কেড়েছে শহরের পুলিশ প্রশাসনের। গত বুধবার মার্কিন পুলিশ ক্যাডিলাক গাড়িটিকে খুঁজে পেলেও, ওই তরুণীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় ছুটন্ত ক্যাডিলাক গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেক বের করে দুই হাতে একে-৪৭ রাইফেল নিয়ে কাওকে তাড়া করছেন এক তরুণী। প্রসঙ্গত, সান ফ্রান্সিসকো পুলিশের তরফ থেকেই ছবিটি টুইট করা হয়। পুলিশের ধারণা কোনো শুটিংয়ের মহড়া চালাচ্ছিলেন ওই তরুণী। আপাতত প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের জন্য ওই তরুণীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।