January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মহিলাদের বাড়তি পাওনা মাসিক ১০০০ টাকা, বাংলার পর দিল্লি  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বাংলার দেখানো পথেই এগোতে চাইছে দেশের বেশ কিছু রাজ্য৷ বাংলাই প্রথম যেখানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয়৷ এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে জমা দিতে শুরু করে বাংলার রাজ্যসরকার তৃণমূল কংগ্রেস৷ এবার সেই পথে হেঁটেই দিল্লিতে বড় ঘোষণা অরবিন্দ কেজরিওয়াল সরকারের৷
সোমবার দিল্লি বিধানসভায় বাজেট পেশ করে আপ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’র মাধ্যমে এখন থেকে ১৮ বছরের ঊর্ধ্বে দিল্লির সব মহিলাকে মাসিক ১০০০ টাকা করে দেবে সরকার৷ এই প্রকল্পের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে৷ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এদিন বাজেট পেশ করেন অতিশি৷ ৭৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এদিন৷ এদিন কেজরীবাল সরকারের দশম বাজেট পেশ করা হয় দিল্লি বিধানসভায়৷
আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা ভোটকে নজরে রেখে এবার দিল্লির মহিলাদের জন্য বাংলার বহুল জনপ্রিয় প্রকল্পকে আপন করে নিল কেজরিওয়াল সরকারও৷ তবে দিল্লিই প্রথম নয় যে বাংলার অনুকরণে এই প্রকল্পের ঘোষণা করেছে৷ বাংলায় বিপুল ভাবে সাড়া ফেলে দেওয়া এই প্রকল্প অনুকরণ করেছে মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো একাধিক রাজ্যও৷ অবশ্য সব ক্ষেত্রেই পরিবর্তনটা ছিল নামে৷
সোমবার বিধানসভায় বাজেট পেশ করে দিল্লির অর্থমন্ত্রী অতিশি জানান, ‘২০১৩ সালে আমি যখন রাজনীতিতে আসি তখন রাজনীতি থেকে মানুষের ভরসা উঠে গিয়েছিল৷ তবে তাঁদের মনে নতুন করে আশার সঞ্চার করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ সততার সঙ্গে সরকার চালানোর জন্য দিল্লি সরকারের উত্তরোত্তর রাজস্ব বৃদ্ধি হয়েছে৷ ২০১৪-১৫ সালে ৩০ হাজার কোটি থেকে আজ ৭৬ হাজার কোটির বাজেট পেশ করছি আমরা৷’ এদিনের বাজেটে আপ সরকারের তরফে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিপুল বরাদ্দ করা হয়েছে৷ বাজেটে ৮ হাজার ৬৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দিল্লির স্বাস্থ্যখাতে৷ তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’য় দিল্লির ১৮ ঊর্ধ্ব সকল মহিলাকে মাসিক ১ হাজার টাকা ভাতা৷

উল্লেখ্য, ২০২১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর মহিলা স্বনির্ভরতার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাম্প্রতিক রাজ্য বাজেটে এই প্রকল্পে টাকার অঙ্ক বাড়িয়ে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য ১২০০ টাকা ও অন্যান্যদের জন্য ১০০০ টাকা ঘোষণা করেছে তৃণমূল সরকার৷

Related Posts

Leave a Reply