৯ বছরে ৭ টি দলের হয়ে আইপিএল খেলে নজির গড়লেন অ্যারন ফিঞ্চ !
নিউজ ডেস্কঃ
আইপিএলে অনন্য একটি রেকর্ড গড়ে ফেললেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ ৭টি দলের হয়ে খেলে ফেললেন আইপিএল। এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই।
২০১০ সালে ফিঞ্চ প্রথম খেলেন রাজস্থান রয়্যালসে। এরপর তিনি খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুণে সুপারজায়ান্ট, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবে। শুধুমাত্র খেলেননি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
যদিও পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচটা ভাল গেল না ফিঞ্চের। নিজে রান পাননি। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। তার দলও হেরেছে। আইপিএলে অবশ্য ৬৬ ম্যাচ খেলা হয়ে গেল ফিঞ্চের। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮৮। স্ট্রাইক রেট ১৩০। গড় ২৭.১৮। করেছেন ১৩টি অর্ধশতরান। ব্যক্তিগত কারণের জন্য পাঞ্জাবের হয়ে এবার প্রথম ম্যাচটি খেলতে পারেননি ফিঞ্চ। দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন। রবিবার পাঞ্জাবের সামনে চেন্নাই। ধোনির দলের বিরুদ্ধে জ্বলে উঠতে পারবেন কিনা ফিঞ্চ, সে সময়ই বলবে।