১০ বনাম ১ হারে করোনার ‘দায়িত্ব’ নিতে মাঠে ৫ লক্ষ যুব যোদ্ধা
কলকাতা টাইমস :
করোনা নিয়ন্ত্রণে এবার মাঠে নামলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের ৫ লক্ষ যুব যোদ্ধাদের কাজে লাগানোর কথা জানালেন তিনি। দলমত নির্বিশেষ বাংলাকে করোনা মুক্ত করা, আমফানে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গত ১১ জুন ‘বাংলার যুব শক্তি’ নামে একটি উদ্যোগ নিয়েছিল যুব তৃণমূল। ওই উদ্যোগ যোগ দিয়েছিলেন ১ লাখ যুব যোদ্ধা। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখেরও বেশি।
শনিবার এনিয়ে একটি ফেসবুল লাইভ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি বলেন, রাজ্যে ৫ লাখ যুব যোদ্ধা প্রত্যেকে তাঁর এলাকায় ১০টি পরিবারের দায়িত্ব নেবেন। ওইসব পরিবারের কেউ যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই পরিবারেকে সবরকমভাবে সাহায্য করবেন। তাঁদের মাস্ক আছে কিনা, তাঁদের বাজার করতে হবে কিনা, ওষুধ লাগবে কিনা তা দেখবেন। পাশাপাশি, আমফানে ক্ষতিগ্রস্ত হলেও একই ভাবে কাজ করবেন। এক্ষেত্রে অন্য কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও যুব যোদ্ধা হতে কোনও বাধা নেই। সবাই কাজ করবেন বাংলার জন্য।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের আগেই এরকম একটি যুবশক্তিকে মাঠে নামিয়ে দিতে চাইছেন অভিষেক। রাজনৈতিক মহলের ধারনা আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের উদ্যোগ দলকে উজ্জিবিত করবে।