দুই চীনা মহিলার কাছে প্রতারণার শিকার প্রায় ৪০ হাজার ভারতীয়!
কলকাতা টাইমসঃ
দুই চীনা মহিলার কাছে প্রতারণার শিকার প্রায় ৪০ হাজার ভারতীয়! আরও অবাক করা বিষয় হলো, মাত্র দুই মাসের মধ্যেই এই কার্যসিদ্ধি করেছেন তারা। মূলত, অ্যাপ তৈরী করে ম্যালওয়ার ছড়িয়ে দিয়েই এই ধরণের প্রতারণা করতো তারা।
বড়ধরণের এই প্রতারণা চক্র চালানোর অভিযোগে দিল্লি পুলিশ মোট ১২ জন সাইবার প্রতারককে গ্রেফতার করে। তাদের মধ্যেই সামিল ছিলেন এই দুই চীনা মহিলা। সিচুয়ানের বাসিন্দা এই দুই মহিলার নাম চাওহং দেং দাওং(২৭) এবং উ জিজাই(৫৪)। তাদের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও এদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তাদের নাম আরও ৫ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।